blog

আপনি কন্যার বাবা? আপনার জন্য সুখবর

কন্যাসন্তানের জন্মের ফলে আয়ু বাড়ে বাবার। গবেষণা বলছে, একটা কন্যাসন্তান গড়ে ১ বছর ৫ মাস ২ সপ্তাহ আয়ু বাড়ায় বাবার। শুধু তা–ই নয়, যে বাবার কন্যার সংখ্যা যত বেশি, তাঁর আয়ুও সমানুপাতিকভাবে বেশি। এ–সম্পর্কিত প্রথম গবেষণাটি করে পোল্যান্ডের ইয়াগিলোনিয়ান বিশ্ববিদ্যালয়। পোল্যান্ডের ২ হাজার ১৪৭ জন বাবার ওপর এই গবেষণা পরিচালিত হয়।


এই গবেষণায় বলা হয়েছে, কন্যাসন্তানের জন্মের সঙ্গে বাবার আয়ু বাড়ার সরাসরি সম্পর্ক আছে। কন্যাসন্তানের জন্মের পর বাবারা যেভাবে স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন, পুত্রসন্তানের জন্মের পর সেভাবে হন না। অনেক বাবাই ধূমপানসহ নানান বদভ্যাস ছেড়েছেন, স্বাস্থ্যকর খাবার খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মনোযোগী হয়েছেন কন্যার জন্মের পর। এ ছাড়া বাবারা কন্যাসন্তানকে যতটা সময় দেন (খেলেন বা বেড়াতে নিয়ে যান), পুত্রসন্তানের সঙ্গে ততটা সময় কাটান না। কন্যাসন্তান বিষণ্নতা, হতাশা, মানসিক চাপ কমিয়ে বাবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০০৬ সালে আমেরিকান জার্নাল অব হিউম্যান বায়োলজিতে প্রকাশের পর গবেষণাটি বিশ্বব্যাপী সাড়া ফেলে। এই গবেষণা প্রকাশের পর একই ধরনের বিষয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। যেমন কন্যাসন্তান বাবার আয়ু বাড়ালেও পুত্রসন্তানের জন্মের সঙ্গে বাবার আয়ুর কোনো সম্পর্ক নেই। এদিকে পুত্র বা কন্যা যে-ই জন্ম নিক না কেন, মায়ের আয়ু গড়ে ৯৫ সপ্তাহ করে কমে। অর্থাৎ কন্যা বা পুত্র যে-ই জন্মাক না কেন, মায়ের শারীরিক স্বাস্থ্যে একই ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

তবে এই গবেষণা নিয়ে বিতর্ক আছে। কেননা, ২০২১ সালে প্রকাশিত আরেক গবেষণা বলছে, লিঙ্গনির্বিশেষে সন্তান জন্মদানের কারণে মা–বাবা উভয়ের আয়ু বাড়ে। এই গবেষণার জন্য ১৪ বছরেরও বেশি সময় তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, নিঃসন্তান দম্পতিরা তুলনামূলকভাবে কম দিন বাঁচেন। যাঁদের অন্তত একটি সন্তান আছে, সেই দম্পতিদের গড় আয়ু নিঃসন্তান দম্পতির চেয়ে গড়ে প্রায় ৩ বছর বেশি। 

Electronics Black Wrist Watch

Brand
Category: Electronics
SKU: MS46891340

$40.00
  • Ultrices eros in cursus turpis massa cursus mattis.
  • Volutpat ac tincidunt vitae semper quis lectus.
  • Aliquam id diam maecenas ultricies mi eget mauris.